Sunday, July 14, 2019

বিশ্বকাপ ফাইনাল নিয়ে ঘরে ঘরে ঝগড়া!

চুল আঁচড়াতে আঁচড়াতে বউ জিজ্ঞেস করলো,

- বিকালে তো ফাইনাল খেলা.. তুমি কোন দল সাপোর্ট করবা??

- তুমি যেই দল সাপোর্ট করবা আমি তার বিপরীতটা...

বউ উচ্ছাস নিয়ে বলল,

- আমি ইংল্যান্ড সাপোর্ট করি...

- হু, দেখেশুনে তো ভাল দলটাই নিবা তুমি

- বেশি কথা বলবা না, আমি বাংলাদেশ বাদ পড়ে যাওয়ার পর থেকেই ইংল্যান্ড সাপোর্ট করি...

- হু করবাই তো!! তোমার আর ইংল্যান্ড দলের সাথে তো কোন পার্থক্য নাই..

বউ এক বালতি কিউরিওসিটি নিয়ে জিজ্ঞেস করলো,

- মানে!! কোথায় মিল পেলে তুমি??

- হু অবশ্যই মিল...! তুমি মানুষ একজন, অথচ আজ শাড়ি কিনলে মৌচাক থেকে, বসুন্ধরা থেকে জুয়েলারি, গাউছিয়া থেকে জুতা... আবার যমুনা থেকে পারফিউম!!   সব তো এক জায়গা থেকেই কিনতে পারতা নাকি??

- হু তা নাহয় বুঝলাম, কিন্তু এখানে ইংল্যান্ড টিমের সাথে মিল কোথায় পেলে??

- অবশ্যই মিল আছে...

বউ এবার ড্রেসিং টেবিল থেকে উঠে চিরুনি হাতে মারবে মারবে টাইপ ভং ধরে জিজ্ঞেস করলো,

- কোথায় মিল পেলে বলো এক্ষুনি!!

. . এদিকে মেয়ে ঘুমাচ্ছে আর মেয়ের মা জবানবন্দী নিচ্ছে.. অবস্থা বেগতিক দেখে প্রণয়াকে ঘুমন্ত অবস্থায় কোলে নিয়ে নিজেকে ডিফেন্সিভ পজিশনে নিয়ে গিয়ে বললাম,

- এইযে দেখো! ইংল্যান্ড দল একটা অথচ তাদের দলে নানান দেশের প্লেয়ার দিয়ে ভরা...  যেমনঃ

জোফরা আর্চার ওয়েস্টইন্ডিজ এর

জেসন রয় সাউথ আফ্রিকার

বেন স্টকস নিউজিল্যান্ডে এর

ইয়ান মর্গান আয়ারল্যান্ড এর

আদিল রশীদ পাকিস্তানের

. .  উদাহরন শুনে বউ হেসে দিলো... হাতের চিরুনি দিয়ে চুল আবার আঁচড়াতে শুরু করলো...  পরিস্থিতি অনুকূলে দেখে আবার বললাম,

- ইংল্যান্ড তো তবু এত দেশ থেকে প্লেয়ার নিয়ে হয়তো  একটা কাপ জিততে যাচ্ছে, কিন্তু তুমি এত জায়গা থেকে শপিং করে আমাকে কি দিলা?? কিছুই তো দিলানা...

বউ গাল লাল করে উত্তর দিলো,

"কাপ তো তুমি কোলে নিয়েই বসে আছো!!"

No comments:

Post a Comment