My blogspot website is blocked by Facebook!
প্রথমেই বলে রাখা ভাল ফেসবুক আর গুগল কিন্তু এক নয়। দুইটি দুই রকমের প্রতিষ্ঠান।
আপনি নিশ্চয় আপনার ব্লগস্পট একাউন্ট এর কিছু পোস্ট ফেসবুকে শেয়ার করতে চেয়েছিলেন?
কারণ ব্লগে ট্রাফিক সোশাল মিডিয়া গুলো থেকেই সবচেয়ে বেশি আসে।
কিন্তু ২/৩ বার শেয়ার করার পর আপনি আর সেই লিংক টি শেয়ার করতে পারছেন না !
নিচের লেখাটি আসে
You can't share this link, it is spam.
অর্থাৎ, ফেসবুক থেকে আপনার ব্লগটি স্প্যাম করে দেওয়া হয়েছে।
প্রাথমিক ভাবে আপনি বুঝতে পারেন না। কারণ আপনি যখন আপনার ব্লগস্পটে যান তখন সবই ঠিকই দেখা যায়। যেমন আপনি আগের মতই পোস্ট করতে পারেন, পোস্ট আপডেট করতে পারেন। সবকিছুই করতে পারেন।
কিন্তু যখন আপনি অন্য একটি গুগল একাউন্ট দিয়ে চেক করতে যান তখন এই লিংক টি আর শো করে না
তখনি বুঝা যায় যে আপনার কষ্ট করে তৈরি করা ওয়েবসাইট টি ব্লক করে দেওয়া হয়েছে।
তাহলে, কিভাবে আমার ওয়েবসাইট আনব্লক করবো?
ফেসবুক কিন্তু খুবই বিশাল একটা সাইট।তাই ম্যানুয়ালি সব লিংক চেক করা তাদের পক্ষে সম্ভব নয়। আগেই বলেছি ফেসবুক আর গুগল এক নয়। ব্লগস্পট একটি গুগল পণ্য। ফেসবুক যখন দেখে যে ফেসবুকের বাহিরে আপনি কোণো লিংক শেয়ার করছেন তা অটোমেটিক কম্পিউটার পদ্ধতিতে স্প্যাম হিসেবে ধরে নেওয়া হয়। কখনো কখনো বাঝে কন্টেন্ট এর কারণেও স্প্যাম হয় আবার কেও আপনার ব্লগে রিপোর্ট করলেও আপনার ব্লগস্পট টি ব্লক হতে পারে।
এমতাবস্থায় আপনাকে ফেসবুক টিমকে মেসেজ করে বলতে হবে যে আপনার লিংকটি স্প্যাম নয় আর এটি খুবই প্রয়োজনীয় একটি লিংক। নিচের লেখাটির মতন করে লিখবেন।
Hello facebook team
I'm very glad to know that you are taking actions about spam link. But I have noticed that recently you have blocked my very important website (website link) which is not spam.please have a look my website and unblocked it.
Thankyou.
এই মেসেজটি সেন্ড করার ২৪ ঘন্টার ভিতরেই আপনার ওয়েবসাইট টি আনব্লক করে দেওয়া হবে।
আপনার ওয়েবসাইট আনব্লক হয়েছে কিনা পরিক্ষা করার জন্য অন্য একটি মোবাইল দিয়ে আপনার ওয়েবসাইট এ প্রবেশ করুন।
--------------------
--------------------
কিছু বুঝতে সমস্যা হলে কমেন্ট করে জানাবেন।
ধন্যবাদ।
আপনি নিশ্চয় আপনার ব্লগস্পট একাউন্ট এর কিছু পোস্ট ফেসবুকে শেয়ার করতে চেয়েছিলেন?
কারণ ব্লগে ট্রাফিক সোশাল মিডিয়া গুলো থেকেই সবচেয়ে বেশি আসে।
কিন্তু ২/৩ বার শেয়ার করার পর আপনি আর সেই লিংক টি শেয়ার করতে পারছেন না !
নিচের লেখাটি আসে
You can't share this link, it is spam.
অর্থাৎ, ফেসবুক থেকে আপনার ব্লগটি স্প্যাম করে দেওয়া হয়েছে।
প্রাথমিক ভাবে আপনি বুঝতে পারেন না। কারণ আপনি যখন আপনার ব্লগস্পটে যান তখন সবই ঠিকই দেখা যায়। যেমন আপনি আগের মতই পোস্ট করতে পারেন, পোস্ট আপডেট করতে পারেন। সবকিছুই করতে পারেন।
কিন্তু যখন আপনি অন্য একটি গুগল একাউন্ট দিয়ে চেক করতে যান তখন এই লিংক টি আর শো করে না
তখনি বুঝা যায় যে আপনার কষ্ট করে তৈরি করা ওয়েবসাইট টি ব্লক করে দেওয়া হয়েছে।
তাহলে, কিভাবে আমার ওয়েবসাইট আনব্লক করবো?
ফেসবুক কিন্তু খুবই বিশাল একটা সাইট।তাই ম্যানুয়ালি সব লিংক চেক করা তাদের পক্ষে সম্ভব নয়। আগেই বলেছি ফেসবুক আর গুগল এক নয়। ব্লগস্পট একটি গুগল পণ্য। ফেসবুক যখন দেখে যে ফেসবুকের বাহিরে আপনি কোণো লিংক শেয়ার করছেন তা অটোমেটিক কম্পিউটার পদ্ধতিতে স্প্যাম হিসেবে ধরে নেওয়া হয়। কখনো কখনো বাঝে কন্টেন্ট এর কারণেও স্প্যাম হয় আবার কেও আপনার ব্লগে রিপোর্ট করলেও আপনার ব্লগস্পট টি ব্লক হতে পারে।
এমতাবস্থায় আপনাকে ফেসবুক টিমকে মেসেজ করে বলতে হবে যে আপনার লিংকটি স্প্যাম নয় আর এটি খুবই প্রয়োজনীয় একটি লিংক। নিচের লেখাটির মতন করে লিখবেন।
Hello facebook team
I'm very glad to know that you are taking actions about spam link. But I have noticed that recently you have blocked my very important website (website link) which is not spam.please have a look my website and unblocked it.
Thankyou.
এই মেসেজটি সেন্ড করার ২৪ ঘন্টার ভিতরেই আপনার ওয়েবসাইট টি আনব্লক করে দেওয়া হবে।
আপনার ওয়েবসাইট আনব্লক হয়েছে কিনা পরিক্ষা করার জন্য অন্য একটি মোবাইল দিয়ে আপনার ওয়েবসাইট এ প্রবেশ করুন।
--------------------
--------------------
কিছু বুঝতে সমস্যা হলে কমেন্ট করে জানাবেন।
ধন্যবাদ।
No comments