হট ফেভারিট ভারতকে বিদায় দিলো নিউজিল্যান্ড!

অসাধারণ বোলিং এবং দুর্দান্ত ফিল্ডিং করে এবারের বিশ্বকাপ এর হট ফেভারিট ভারতকে বিদায় দিলো নিউজিল্যান্ড !

কিন্তু, সবকিছুই ছিল ভারতের পক্ষে ৯ তারিখ ১ম ইনিংসের  খেলা ৪ ওভার বাকি থাক্তেই বৃষ্টির কারণে বন্ধ হয়ে যায় খেলা। এ কারনে এর পরের দিন অর্থাৎ ১০ তারিখ বাকি খেলার আয়োজন করা হয়। ভারত পায় নতুন একটি দিন। লক্ষ ছিল মাত্র ২৪১ রান। যেখানে ৩০০ + করেও এই বিশ্বকাপ এ হারতে হয়েছিল অনেক দলকে।

বড় ম্যাচ, আর অতিত বলে বড় ম্যাচে ভারত চাপে থাকে। সেটাই যেন আরও একবার প্রমাণ করলো তারা প্রথম ৫ ওভারের ভিতরেই ভারতের সেরা ৩ ব্যাটসম্যান আউট ! ৬৪৭ রান করা রোহিত শর্মা করেছেন ১ রান। ৩০০+ রান করা রাহুল করেছেন ১ রান এবং ৪০০+ রান করা ভিরাট কোহলিও মাত্র ১ রানেই ফেরেন। ৪৮  বছর পর কোনো ম্যাচে প্রথম তিন ব্যাটসম্যান ১ রান করে আউট হয়েছেন।
তখনি নিউজিল্যান্ড আধা ম্যাচ হাতে নিয়ে নিয়েছিলো, এখন শুধু সময়ের ব্যাপার মাত্র।
তার পর চালু ছিল আসাযাওয়ার পালা।

পান্ট ৩৫ রান, পান্ডিয়া ৩২ রান করে ফিরে যায়।
অষ্টম উইকেটে খেলার পাশা বদলে দিতে চেয়েছিল ধোনি আর জাদেজা। জাদেজা ৪ চার আর ৪ ছয়ে ৭৭ রান করে শেষ মুহুরতে আউট হয়। ধোনি ফিফটি করেই গাপ্টিলের অসাধারণ ফিলিংে কাটা পরে বেস্ট ফিনিষার।
আউট হয়ে চোখের পানি ধরে রাখতে পারেন নি ধোনি। এর পরেই হয়ত তিনি অবসরের ঘোষণা দেবেন।

শেষে ভারত হারে ১৮ রানে।
উইলিয়াম সন জানতো এই পিচে টিকে থাকাই জরুরি। ২৪০ খুবই ভাল একটা স্কোর।
তাই ওর বিশ্বাস ছিলো ভাল বোলিং আর ফিল্ডিং তাদের বাঁচাতে পারবে।
Well played newziland.

১১ তারিখ মুখোমুখি হবে ইংল্যান্ড এবং অস্ট্রেলিয়া। 

1 comment:

Theme images by imagedepotpro. Powered by Blogger.